kalerkantho


জার্মানির বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ইংল্যান্ড

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ১৮:২৮জার্মানির বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ইংল্যান্ড

আগামী বছর জার্মানির বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী ২২ মার্চ ডর্টমুন্ডে এ প্রীতি ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড দল জার্মানি সফর করবে। ফুটবল এসাসিয়েশনের পক্ষ থেকে আজ জানানো হয়েছে। ২০১৭ সালে এটাই হবে ইংল্যান্ড ফুটবল দলের প্রথম ম্যাচ। দলটির বর্তমান অন্তবর্তীকালীন কোচ গ্যারেথ সাউথগেট স্থায়ীভাবে দায়িত্ব না পেলে এ ম্যাচ দিয়েই নতুন ম্যানেজারের শুরু হতে পারে।

২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে সাউথগেটের অধীনে ইংল্যান্ড সম্প্রতি নিজ মাঠে মাল্টার বিপক্ষে ২-০ গোলে জয় লাভ করে এবং এ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করে। অন্তবর্তকালীন কোচ হিসেবে তার এখনো দুটি ম্যাচ বাকি আছে। যার মধ্যে একটি হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ড ও নভেম্বরে ওয়েম্বলিতে স্পেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ।

বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারানোর এক বছর পর আবারো একই প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামছে ইংল্যান্ড।

জার্মানিতে প্রীতি ম্যাচের চার দিন পর অর্থাৎ ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে লিথুয়ানিয়ার বিপক্ষে খেলতে মাঠে নামবে ইংল্যান্ড। জার্মানির বিপক্ষে ডর্টমুন্ডে এটাই হবে ইংল্যান্ডের প্রথম ম্যাচ।


মন্তব্য