kalerkantho


১৭৭ রানের ইনিংসে ঘুম ভাঙল যুবরাজের

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ১৫:৫১১৭৭ রানের ইনিংসে ঘুম ভাঙল যুবরাজের

হরিয়ানার রোটাকের লাহলি। যেন ঘুমিয়ে পড়া কোনো গ্রাম! সেই গ্রামের ঘুম ভাঙালেন যুবরাজ সিং। সেই সাথে ঘুম ভাঙল যেন তার নিজেরও। ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে এই বাঁহাতি ব্যাটসম্যান নির্বাচকদের জানান দিলেন তার ফর্মে ফেরার কথা।

রঞ্জি ট্রফির ম্যাচ। যুবরাজ তার দল পাঞ্জাবের হয়ে ওখানে খেলেছেন মধ্য প্রদেশের বিপক্ষে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে জাতীয় দলের বাইরে অনেক দিন ধরে। এবার ঘরোয়া মৌসুমটা কাটছিল নিদারুণ দুর্দশার মধ্যে। গেল ১৪টি ফার্স্ট ক্লাস ইনিংসের মধ্যে এই প্রথম ফিফটি পেরুলেন যুবরাজ।

৩৪ বছরের খেলোয়াড়ের ১৭৭ রানের ইনিংসটি ২৯৫ বলের। সেখানে বাউন্ডারির মার ২৪টি। বৃহস্পতিবার ছিল ম্যাচের প্রথম দিন। ১৬৪ রান করে অপরাজিত ছিলেন যুবরাজ। এদিন সকালে দুর দুরান্ত থেকে মানুষ আসে যুবরাজের ব্যাটিং দেখতে। কিন্তু আর মাত্র ১৩ রান করে আউট তিনি। বেশির ভাগ দর্শকই এরপর চলে গেছেন।

এই ইনিংস খেলে যুবরাজ যে জাতীয় দলে ফিরে যাবেন তা নয়। কিন্তু এটা তার ফর্মে ফেরা। এখনো টেস্ট খেলার স্বপ্ন দেখেন তিনি। শেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০১২ সালে। আর ভারতের জার্সি শরীরে শেষ ওয়ানডে খেলেছেন ২০১৩ সালে। টি-টোয়েন্টি থেকেও ছিটকে পড়েছিলেন। তবে দলে ফিরে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আবার বাদ পড়েছেন।


মন্তব্য