kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


ইংল্যান্ডের সাথে বিসিবির ম্যাচ শুরু হয়নি

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ১০:২৯ইংল্যান্ডের সাথে বিসিবির ম্যাচ শুরু হয়নি

চট্টগ্রামে বৃষ্টি ভোগাচ্ছে। আজ সকাল দশটায় এমএ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ডের সাথে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ দল।

কিন্তু আউটফিল্ড খেলার উপযুক্ত না। ভারী হয়ে আছে। খেলা তাই নির্দিষ্ট সময়ে শুরু হতে পারেনি।

ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন সাব্বির রহমান। এই দলে আছেন শাহরিয়ার নাফীসও। ভালো কিছু করতে পারলে টেস্টে সম্ভাবনা থাকবে তার। সৌম্য সরকারের ফর্ম ভালো নেই। ৩ টেস্ট খেলা ব্যাটসম্যানের তাও প্রমাণের দায়। শুভাগত হোমের সুযোগ শেষ হয়ে যায়নি। ফার্স্ট ক্লাসে তিন ডাবল সেঞ্চুরির মালিক তরুণ মোসাদ্দেক হোসেন একটু একটু করে টেস্টের দিকেও এগিয়ে যাচ্ছেন। এখনই হয়তো সুযোগ পাবেন না। কিন্তু তার দিকে নির্বাচকদের চোখ থাকবে। এই ম্যাচে আছেন পেসার রুবেল হোসেনও। দিনকাল ভালো না তার।

বিসিবি একাদশ : আবু জায়েদ, ইবাদাত হোসেন, কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, রুবেল হোসেন, সাব্বির রহমান (অধিনায়ক), সাদমান ইসলাম, শাহরিয়ার নাফীস, শুভাগত হোম, সৌম্য সরকার।

 


মন্তব্য