kalerkantho


টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করলেন ট্যাক্সি ড্রাইভার!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৬ ১৪:২৫টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করলেন ট্যাক্সি ড্রাইভার!

ছবিতে মিসবাহ-উল হককে দেখছেন। দেখছেন জ্যাসন হোল্ডারকেও। পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের মাঝে তৃতীয় ব্যক্তিটি কে? তিনি দুবাইয়ের একজন ট্যাক্সি ড্রাইভার। তার হাত দিয়েই পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন হলো। কিন্তু এই ব্যতিক্রমী ব্যাপার কেন?

জাবেত খান নামের ওই ট্যাক্সিচালকের জন্য এটা হয়ত জীবনের সেরা সুযোগই ছিল। মিসবাহ-হোল্ডারদের মাঝে তো আর রোজ দাঁড়ানো যায় না। আসল ঘটনাটা শুনুন এবার।

বৃহস্পতিবার এশিয়ার প্রথম দিবারাত্রির টেস্ট শুরু। তার আগে জাবেত এই সুযোগ পেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিন্নধর্মী আইডিয়ার কারণে। পিসিবি টাইটেল স্পন্সরের বদলে ট্যাক্সি ড্রাইভারকে বেছে নিয়েছে ফ্যানদের কথা ভেবে।

সংযুক্ত আরব আমিরাত এখন পাকিস্তানের হোম সিরিজ খেলার জায়গা। সেখানে এই সিরিজকে 'এটা ফ্যানদের খেলা' শিরোনাম দিয়েছে পিসিবি। সেই কারণেই জাবেতের মতো কর্মজীবী এক সাধারণ ট্যাক্সিচালক ফ্যানকে এমন গুরুত্বপূর্ণ সময়ে হাজির করা সবার সামনে। এটি আবার পাকিস্তানের ইতিহাসের ৪০০তম টেস্টও।


মন্তব্য