kalerkantho


রানের ব্যবধানে ভারতের জেতা সেরা ১০ টেস্ট

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৬ ১৮:৩৯রানের ব্যবধানে ভারতের জেতা সেরা ১০ টেস্ট

বিরাট কোহলির নেতৃত্বে এখন যেন অপ্রতিরোধ্য ভারতীয় টেস্ট দল। সদ্যই ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করেছে তারা। শেষ টেস্ট জিতে নিয়েছে রেকর্ড ৩২১ রানের বিশাল ব্যবধানে। শেষ ম্যাচে ১৩টি এবং তিন ম্যাচের সিরিজে ২৭টি উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন মায়াবী ঘাতক রবিচন্দ্রন অশ্বিন।

এই সিরিজ জিতে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পাকিস্তানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে ভারত। এরই মধ্যে শুরু হয়ে গেছে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়ের ইতিহাস খোঁজা। তাতে দেখা গেছে, ইন্দোরের শেষ টেস্ট আছে দুই নম্বরে। তাহলে দেখে নিন রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় ১০টি টেস্ট জয়:

০১. তালিকার এক নম্বরে আছে গেল বছর অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্লকাথন টেস্ট। আজিঙ্কা রাহানের দুই সেঞ্চুরি এবং জাদেজা-অশ্বিনের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। সেই টেস্টে প্রোটিয়ারা ৩৩৭ রানে হারলেও এই টেস্ট বিখ্যাত হয়ে আছে ডি. ভিলিয়ার্স এবং হাশিম আমলার ভয়ঙ্কর স্লো ব্যাটিংয়ের জন্য!

০২. দুই নম্বরে সদ্য সমাপ্ত ইন্দোর টেস্ট। অশ্বিনের ১৩ উইকেট, অধিনায়ক কোহালির ডাবল সেঞ্চুরির সৌজন্যে ৩২১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় কিউইরা।

০৩. ২০০৮ সালের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালি টেস্ট আছে ৩ নম্বরে। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে সেই টেস্টে পন্টিং বাহিনীকে ৩২০ রানে হারিয়েছিল ভারত। সেঞ্চুরি করেছিলেন ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলী।

০৪. চার নম্বরে আবারও দক্ষিণ আফ্রিকা। ১৯৯৬ সালে শচীন টেন্ডুলকারের নেতৃত্বে সেই ম্যাচে ২৮০ রানে প্রোটিয়াদের হারায় ভারত। সেঞ্চুরি করেন মুহাম্মদ আজহারউদ্দিন।

০৫. ৫ নম্বর জয় খুঁজতে ৩০ বছর পেছনে যেতে হবে। লিডসে ১৯৮৬ সালে ইংল্যান্ডের  মুখোমুখি ভারত। সেই টেস্টে ২৭৯ রানে হারায় কপিল দেবের বাহিনী। কঠিন বোলিং উইকেটে সেই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন দিলীপ ভেঙ্গসরকার।

০৬. ছয় নম্বরে আবারও বিরাট কোহলির ভারত। গত বছর শ্রীলঙ্কায় গিয়ে ম্যাথুজদের বিপক্ষে ২৭৮ রানের সেই জয়। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচের সেরা হন ওপেনার লোকেশ রাহুল।

০৭. সাতে ফের নিউজিল্যান্ড। ১৯৬৮ সালে পতৌদির নেতৃত্বে অকল্যান্ডে গিয়ে কিউয়িদের ২৭২ রানে হারায় ভারত। ৮ উইকেট নেন প্রসন্ন।

০৮. আহমেদাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৫ সালে ২৫৯ রানে জিতে নেয় বীরেন্দ্র শেভাগের ভারত। ম্যাচে ১০ উইকেট নিয়ে সেরা হন স্পিনার হরভজন সিংহ।

০৯. নয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাই ম্যাচ। ১৯৮৮ সালের সেই ম্যাচ বিখ্যাত হয়ে রয়েছে নরেন্দ্র হিরওয়ানির জন্য। দুই ইনিংস মিলিয়ে ১৬ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার।

১০. তালিকার ১০ নম্বরে আবারও ওয়েস্ট ইন্ডিজ। চলতি বছর সেন্ট লুসিয়ায় ক্যারিবিয়ানদের ২৩৭ রানে হারায় ভারত।


মন্তব্য