kalerkantho


বৃষ্টিতে ভেসে যেতে পারে টাইগারদের সিরিজ জয়ের মিশন

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৬ ০৯:৫৭বৃষ্টিতে ভেসে যেতে পারে টাইগারদের সিরিজ জয়ের মিশন

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টি শঙ্কার মধ্যেই আজ দুপুরে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তৃতীয় ম্যাচে মাঠের ক্রিকেটে জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে দুই দলের খেলোয়াড়রা। দুই দলই চাইবে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে সিরিজ জিততে। কিন্তু বৃষ্টিতে হানা দিতে পারে বাংলাদেশ-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচে এমনটিই জানিয়েছে আবহাওয়া অফিস।

বর্তমান আবহাওয়া পরিস্থিতি যা, আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি। নিম্নচাপের কারণে ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রামে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। গতকাল বন্দরনগরীতে সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টি অব্যাহত ছিল সন্ধ্যায়ও। মাঝে মধ্যে বিরতি দিলেও সেটা খুব অল্প সময়ের জন্য।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বুধবার বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিনে বৃষ্টি হতে পারে ১১ থেকে ২২ মিলিমিটার। বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দুপুর পর্যন্ত। তবে, আশা দেখাচ্ছে ম্যাচের সময়। বুধবার দুপুর আড়াইটায় শুরু হবে অঘোষিত ফাইনাল ম্যাচটি। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা কম। সকাল থেকে বৃষ্টি হলে সেটা দুপুর কিংবা বিকেলের দিকে কমেও আসতে পারে। এদিকে, আশার বাণী শোনাচ্ছেন ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খানও। তিনি বলেন, মাঠের পানি নিষ্কাশনব্যবস্থা অনেক উন্নত। বৃষ্টি যদি হয়ও, বৃষ্টি থামার ঘণ্টাখানেক পরই খেলা শুরু হতে পারবে।

 


মন্তব্য