kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


দ্রুত ২০ বার পাঁচ উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে অশ্বিন

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৬ ২০:৪৯



দ্রুত ২০ বার পাঁচ উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে অশ্বিন

টেস্ট ক্রিকেটে দ্রুত ২০ বার পাঁচ বা ততোধিক উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে নিজের নাম লেখালেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ইন্দোরে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ৮১ রানে ৬ উইকেট নেন অশ্বিন।

টেস্ট ক্যারিয়ারে নিজের ৩৯তম ম্যাচে ২০ বার পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন তিনি।
ফলে দ্রুত ২০ বার পাঁচ বা ততোধিক উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে থাকলেন অশ্বিন। এই তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের পেসার সিডনি বার্নেস। নিজের ২৫তম টেস্টেই ২০বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন বার্নস।
আর দ্বিতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার ক্লারি গ্রিমমেট। নিজের ৩৭তম টেস্টে ২০বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন গ্রিমমেট।


মন্তব্য