kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


অশ্বিনের সবচেয়ে বড় শিকার নিউজিল্যান্ড?

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৬ ১৯:০৮অশ্বিনের সবচেয়ে বড় শিকার নিউজিল্যান্ড?

নিউজিল্যান্ডকে পেলেই কেন যেন জ্বলে ওঠেন রবিচন্দ্রন অশ্বিন। পরিসংখ্যান তো তাই বলছে। কিউইদের বিপক্ষে পাঁচ বা ততোধিক উইকেট নেওয়া বোলারদের মধ্যে এখন সবার উপরে এই ডানহাতি স্পিন অলরাউন্ডার।

ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ৮১ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন অশ্বিন। এই নিয়ে পঞ্চমবারের মত কিউইদের বিপক্ষে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন তিনি।

তার এমন কীর্তিতে পেছনে পড়ে গেলেন ভারতের সাবেক চার খেলোয়াড় বিষেন সিং বেদি, সুভাষ গুপ্তা, এরপল্লি প্রসন্ন ও জহির খান। এরা সকলেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে চারবার করে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন।


মন্তব্য