kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


নাসির খেলবেন আজ, ইঙ্গিত নির্বাচকদের

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৬ ১৩:১১নাসির খেলবেন আজ, ইঙ্গিত নির্বাচকদের

নাসির হোসেনকে কেন বসিয়ে রাখা হচ্ছে? কেন? এই প্রশ্নে জর্জরিত সোশ্য্যাল মিডিয়া। তবে আজ নাসিরকে মাঠে দেখা যাবে।

  এমনটা ইঙ্গিত করলেন নির্বাচক খালেদ মাহমুদ সুজন।    মোশাররফ রুবেল কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে নাসিরকে খেলানোর জন্য ইতোমধ্যে বেশ জোরালো দাবি উঠেছে।

নাসিরকে মূল একাদশে ভেড়ানোর দাবি যখন প্রবল তখনই আশার আলো দেখা গেল।   এবার মনে হয় কপাল খুলছে নাসির হোসেনের।    টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, চূড়ান্ত একাদশ মাঠে গিয়েই নির্বাচন করা হবে, তবে রুবেলের পরিবর্তে একাদশে নাসিরকে ভাবা হচ্ছে।

ক্রিকেট ভক্তদের দাবির পক্ষ্র অনেক ভালো যুক্তি রয়েছে। কিন্তু যুক্তির কাছে সিদ্ধান্ত দুর্বল হয়ে পড়ে না। পরশুদিনের ম্যাচে নাসির থাকলে সেই ম্যাচে কোনোভাবেই বাংলাদেশ হেরে যেত না। এমনটা দাবি ভক্তদের। এদিকে আরেকজন নির্বাচক গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সরাসরি কিছু না জানালেও মনে হলো মাঠে গিয়ে তাঁরা নাসিরের সিদ্ধান্তে একমত হবেন।


মন্তব্য