kalerkantho


আসিফ ইকবালকে দেখতে হাসপাতালে বিসিবি কর্মকর্তাবৃন্দ

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৬ ২০:০৯আসিফ ইকবালকে দেখতে হাসপাতালে বিসিবি কর্মকর্তাবৃন্দ

অসুস্থ ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবালকে দেখতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে গিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনসহ কর্মকর্তাবৃন্দ। গতকাল শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-বনাম ইংল্যান্ড ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবাল।

অসুস্থ বোধ করার পর সহকর্মীরা দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শনিবার সেখানে যান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, বিসিবি পরিচালক জালাল ইউনুস এবং ইসমাইল হায়দার মল্লিক।

বিসিবি প্রধান আসিফ ইকবালের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। সেইসঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করেন। এদিকে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এবং ক্রীড়া সাংবাদিকদের কিছু সংগঠন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিকের সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেছে।


মন্তব্য