kalerkantho


ইমরুলের খেলার ব্যাপারে আশাবাদী সুজন

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৬ ১৯:৪২ইমরুলের খেলার ব্যাপারে আশাবাদী সুজন

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরি পড়েন দুর্দান্ত সেঞ্চুরি করা বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। তাই দ্বিতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইমরুলের খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

গতকাল প্রথম ম্যাচে ৩০৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করছিলেন ইমরুল। পরে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও তুলে নেন তিনি। এই দুর্দান্ত ইনিংস খেলার পথে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। তবে শেষ পর্যন্ত ১১২ রানে ফিরে যান ইমরুল। বাংলাদেশের ম্যাচ জয়ের স্বপ্ন মূলত ওখানেই শেষ হয়ে যায়। আর ২১ রানে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

ইমরুলের ইনজুরির ব্যাপারে বাংলাদেশ দলের ম্যানেজার সুজন সংবাদ মাধ্যমকে বলেন, ‘এখনও ২৪ ঘন্টার মতো সময় আছে। আশা করি সে ফিট হয়ে যাবে। এই গরমে লম্বা সময় ব্যাটিং করা খুবই কঠিন। ফিজিও-ট্রেনার যারা আছে লিকুউড, ফ্রুট খাওয়ানো এগুলো নিয়ে কাজ করবে।’

ফতুল্লায় বিসিবি একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্র্রস্তুতি ম্যাচেও ১২১ রান করেছিলেন ইমরুল। সেই সেঞ্চুরি টেনে আনেন মিরপুরে। ইংল্যান্ডের বিপক্ষে সবসময়ই ভালো খেলা ইমরুল হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ন ব্যাটসম্যান।


মন্তব্য