kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


এই না হলে 'প্রেমিক' মেসি!

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৬ ১২:৪৮এই না হলে 'প্রেমিক' মেসি!

আর্জেন্টাইন ফুটবল বিস্ময় লিওনেল মেসির ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই। পাঁচবার ব্যালন ডি’অর জয়ী মেসি এবং তার পার্টনার আন্তোনেলা রোকুজ্জোর সম্পর্ক নিয়ে সম্প্রতি একটি খবর বেশ আলোচনায় এসেছে।

খবরটি হলো, দুজনই নিজেদের শরীরের একই স্থানে একই ট্যাটু করিয়েছেন! আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে, এই না হলে প্রেম!

মেসির শরীরে ট্যাটুর অভাব নেই এটা সবারই জানা। গত কয়েক বছরে অসংখ্য ট্যাটু তার শরীরে স্থান পেয়েছে। এমনকি নিজের মায়ের মুখের ছবিও ট্যাটু হিসেবে আঁকিয়েছেন নিজের বাহুতে। তবে তার ডান বাহুতে অংকিত সেই বিশেষ ট্যাটু হঠাৎই নজরে আসে মিডিয়ার। 'কিংস ক্রাউন' নামের সেই একই ট্যাটু আন্তোনেলার ডান হাতেও শোভা পাচ্ছে। সম্প্রতি মেসি তাদের একটি পারিবারিক ছবি শেয়ার করলে বিষয়টি প্রকাশিত হয়।

মেসির ভক্তরা বলছেন, মাঠে শৈল্পিক ফুটবলের সৌন্দর্যের মতো মেসির ব্যক্তিগত জীবনও সৌন্দর্যে পরিপূর্ণ। এই বার্সেলোনা তারকা এখন ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন। মেসি-আন্তোনেলা দম্পতির দুটি ছেলে আছে। তাদের নাম থিয়াগো ও মাতেও।


মন্তব্য