kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


ফের নাইটক্লাবে উসাইন বোল্ট!‌

কালের কণ্ঠ অনলাইন   

৭ অক্টোবর, ২০১৬ ২৩:৪৩ফের নাইটক্লাবে উসাইন বোল্ট!‌

আগস্টে অলিম্পিক শেষ হওয়ার পর থেকে তাঁকে নানা সময়ে নানা পার্টিতে দেখা গেছে। দেখা গেছে নাইটক্লাবে চেনা–অচেনা ললনাদের ভিড়ে।

তা নিয়ে বিতর্কও কম হয়নি। ব্রাজিলের কুড়ি বছরের মেয়ের সঙ্গে তাঁর ছবি সামনে আসায়, বান্ধবী কেসি বেনেটের সঙ্গে সম্পর্ক প্রশ্নের মুখোমুখি হয়েছিল। কিন্তু সেসব সামলে নিয়েছিলেন। বান্ধবীর সঙ্গে ছুটি কাটাতে গিয়ে। কিন্তু ফের নতুন প্রশ্ন তুলে দিলেন উসাইন বোল্ট। কীভাবে?‌ লন্ডনের নাইটক্লাবে গিয়েছিলেন বোল্ট। গভীর রাতে সেখান থেকে তিনি যখন বেরোচ্ছিলেন, সঙ্গে দুই অপরিচিত নারী ছিলেন। কারা তারা?‌ এই দুই নারীর সঙ্গেই কি নাইটক্লাবে সময় কাটালেন তিনি?‌ না সে প্রশ্নের উত্তর দেয়ার প্রয়োজন মনে করেননি বিশ্বের দ্রুততম। জিনস–টি শার্ট আর তার ওপরে গাঢ় নীল রঙের লং কোট পরে নাইটক্লাবে গিয়েছিলেন বোল্ট। নাইটক্লাব থেকে বেরনোর মুখে বোল্টকে দেখেই ক্যামেরায় ছবি তুলতে শুরু করেন অনেকে। তা দেখে বোল্ট মুখ না লুকালেও, এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কেসি বেনেটকে সত্যি সত্যি যদি ভালবেসে থাকেন, তাহলে কেন এভাবে যেখানে–সেখানে অন্য নারীদের সঙ্গে ঘুরছেন বোল্ট?‌ কেসি বেনেটের মন ভেঙে যাবে না তো এই ছবি দেখে?‌ সমালোচকরা বলাবলি শুরু করে দিয়েছেন। এখন দেখার বোল্ট কী জবাব দেন?‌ আদৌ জবাব দেন কি না?‌

সূত্র: ‌আজকাল


মন্তব্য