kalerkantho


সেমিফাইনালে মারে, রাওনিক ও ফেরার

কালের কণ্ঠ অনলাইন   

৭ অক্টোবর, ২০১৬ ২০:০৮সেমিফাইনালে মারে, রাওনিক ও ফেরার

চায়না ওপেন টেনিসে পুরুষ এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই গ্রেট ব্রিটেনের এন্ড্রি মারে, তৃতীয় বাছাই কানাডার মিলোস রাওনিক ও পঞ্চম বাছাই স্পেনের ডেভিড ফেরার। মারে ও ফেরার সহজে জিতলেও, সেমির টিকিটের জন্য ঘাম ঝড়াতে হয়েছে ফেরারকে।

প্রথম ও দ্বিতীয় রাউন্ডে সহজেই জয় পান মারে। তবে তৃতীয় রাউন্ডে মারেকে পরীক্ষায় ফেলেন দক্ষিণ আফ্রিকার অবাছাই কাইল এডমুন্ড। প্রথম সেট ৭-৬ (১১-৯) ও দ্বিতীয় সেট গেমে জিতেন মারে।

শেষ আটের লড়াই সরাসরি সেটে জিতেছেন রাওনিক। অবাছাই তিউনিশিয়ার মালেক জাজিরিকে ৬-৩ ও ৬-৪ গেমে হারান রাওনিক।

মারে ও রাওনিক যেখানে সহজে জিতেছেন সেখানে সেমির টিকিট পেতে তিন সেট লড়াই করতে হয়েছে ফেরারকে। অবাছাই জার্মানির আলেক্সান্ডার জাভারভকে ৭-৬ (৭-৪), ৬-১ ও ৭-৫ গেমে হারিয়েছেন ফেরার।


মন্তব্য