kalerkantho


বায়োপিক থেকে ধোনির আয় ৪৫ কোটি; কিন্তু শচীন?

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ২১:১৫বায়োপিক থেকে ধোনির আয় ৪৫ কোটি; কিন্তু শচীন?

বলিউডে এখন জীবনভিত্তিক সিনেমা তৈরির হিড়িক চলছে। এরমধ্যে ক্রীড়াজগতের তারকারাই পছন্দের তালিকায় বারবার আসছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক দেশজুড়ে প্রশংসিত হয়েছে। শোনা যাচ্ছে, ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের জীবন নিয়েও তৈরি হচ্ছে বায়োপিক!

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' নির্মাণের অনুমতি দেওয়ার জন্য তিনি প্রযোজকের কাছ থেকে ৪৫ কোটি রুপি আদায় করেছেন! টাকার অংক নিয়ে বিতর্ক থাকলেও জানা গেছে অংকটা ৪৫ কোটির বেশি বই কম হবে না। ধোনির বায়োপিকের মতোই শচীনেরও জীবন অবলম্বনে সিনেমা তৈরি হচ্ছে। সেই ছবির প্রযোজক শচীনের বন্ধু রবি ভাগচান্দকা। তিনিই জানিয়েছেন, বন্ধুর কাছ থেকে শচীন একটি পয়সাও চাননি নিজের সিনেমার জন্য। কারণ অর্থের পিছনে ছোটা একেবারেই পছন্দ নয় লিটল মাস্টারের। এই না হলে শচীন টেন্ডুলকার! এর জন্যই তো তিনি তারকার তারকা।


মন্তব্য