kalerkantho


‘মেসির জন্য অবসরের চিন্তা করেছিলাম’

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ২০:৩৪‘মেসির জন্য অবসরের চিন্তা করেছিলাম’

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে হারের পর আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির অবসর গ্রহণ এবং প্রত্যাবর্তন নিয়ে কম নাটক হয়নি। সেই সময় আরও একজন আর্জেন্টাইন তারকা ফুটবলারের অবসরের কথা শোনা গিয়েছিল। তিনি স্ট্রাইকার এ্যাঞ্জেল  ডি মারিয়া। শুধু তিনিই নন, মেসির পথে হাঁটতে চেয়েছিলেন আরও অনেকেই!

সম্প্রতি প্যারিস সেইন্ট-জার্মেই তারকা বলেছেন, ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে পরে চলতি বছর কোপা আমেরিকায় টানা তৃতীয় ফাইনাল হারের পরে তিনি নিজেও আন্তর্জাতিক অঙ্গন থেকে সড়ে দাঁড়ানোর চিন্তা করেছিলেন।

এ সম্পর্কে ডি মারিয়া বলেন, “যখন মেসি অবসরে গেল তখন আমি এই একই চিন্তা করেছিলাম। ফাইনালে যেকোন দল হারতেই পারে, তাই বলে টানা তিনটি আসরে পরাজয় মোটেই স্বাভাবিক ঘটনা নয়। আমিও সে কারনেই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিতে চাচ্ছিলাম। কিন্তু আমার বাবা ও স্ত্রী আমাকে থামিয়েছে।”

একই সাথে আরেকটি ফাইনালে হারলেই জাতীয় দলকে বিদায় জানানোর আগাম ঘোষনা দিয়ে রাখলেন ২৮ বছর বয়সী ডি মারিয়া।


মন্তব্য