kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


মায়ের অসুস্থতার খবরে খেলা ফেলে দেশে ফিরলেন আমির

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ১৮:২১মায়ের অসুস্থতার খবরে খেলা ফেলে দেশে ফিরলেন আমির

মায়ের অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে পারলেন না পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। মা গুরুতর অসুস্থ হওয়ায় গতকালই (মঙ্গলবার) আমির দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২৪ বছর বয়সী আমির গতকালই লাহোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অংশ নিতে পারেননি তিনি।

এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘গুরুতর অসুস্থ মায়ের কাছে থাকার জন্য আমিরকে দেশে ফেরার অনুমতি দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ’

শারজায় অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১১১ ও ৫৯ রানে পাকিস্তানের জয় পাওয়া ম্যাচে আমির মোট ২ উইকেট শিকার করেছেন।

তবে দুবাইতে ১৩ অক্টোবর শুরু হওয়া প্রথম টেস্টের আগে যথাসময়ে আমির দলের সঙ্গে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের আগে টি-২০ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান।


মন্তব্য