kalerkantho


স্কটল্যান্ডে ফুটবল সমর্থক বোঝাই বাস দুর্ঘটনায় নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

৩ অক্টোবর, ২০১৬ ১০:৫৩স্কটল্যান্ডে ফুটবল সমর্থক বোঝাই বাস দুর্ঘটনায় নিহত ১

স্কটল্যান্ডে ফুটবল সমর্থক বোঝাই একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে। বাসটি বাঁক নিতে গিয়ে কাত হয়ে পড়ে যায় বলে শনিবার জানিয়েছেন পুলিশের একজন মুখপাত্র। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৮ জন।

শনিবার বিকেলে স্কটিশ প্রিমিয়ারশিপে পার্টিক থিস্টলের বিপক্ষে ম্যাচ দেখার জন্য গ্লাসগো রেঞ্জার্সের সমর্থকদের নিয়ে আইব্রক্স স্টেডিয়ামের দিকে যাচ্ছিল বাসটি। এ সময় ড্রাইভার ছাড়াও ৩৬ জন দর্শক বাসটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। যাত্রাপথে সাউথ গ্লাসগোর আয়ারশায়ার নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে ৩৯ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন।

ওই ম্যাচে স্বাগতিক রেঞ্জার্স ২-০ গোলে পার্টিক টিসলকে পরাজিত করে। ম্যাচ শেষে রেঞ্জার্সের সহকারী কোচ ডেভিড উইয়ার বলেন, খেলার চেয়ে এই দুর্ঘটনাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কারণে আমাদের চিন্তা জুড়ে ছিল নিহত ওই সমর্থক এবং তার পরিবারের সদস্যদের বিষয়ে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, বাসটি বাঁক নেওয়ার সময় পার্শ্ববর্তী জোপঝাড়ে গিয়ে কাত হয়ে পড়ে যায়। পুলিশ জানায়, এ দুর্ঘটনায় আহাত ১৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।


মন্তব্য