kalerkantho


আত্মবিশ্বাস হারিয়ে ফেলেনি বাংলাদেশ : মাশরাফি

কালের কণ্ঠ অনলাইন   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৮আত্মবিশ্বাস হারিয়ে ফেলেনি বাংলাদেশ : মাশরাফি

একটা সময় বাংলাদেশ ম্যাচ জিতলেও তথাকথিত বড় দলগুলো বলতো 'আপসেট' ঘটেছে। মাশরাফি বিন মর্তুজার সেই সময়ের কষ্ট খুব মনে আছে। আফগানিস্তান যে দ্বিতীয় ওয়ানডেত তাদের হারিয়ে দিল সেটিকে কোনোমতেই তাই আপসেট বা অঘটনের তকমা দিতে নারাজ বাংলাদেশ অধিনায়ক। শনিবার শেষ ওয়ানডে। সিরিজে এখন ১-১ সমতা। সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন মাশরাফি আরো বললেন, আফগানরা সিরিজ জিতে গেলে তাদের যোগ্য দলই বলতে হবে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ বড় কষ্টে ৭ রানে জিতেছে। কিন্তু পরের ম্যাচ হেরে গেছে ২ উইকেটে। দেশের মাটিতে টানা চারটি সিরিজ টাইগারদের জেতানো অধিনায়ক মাশরাফি তাই বলছেন, "যোগ্যতর দল হিসেবেই ওরা জিতেছে। এর আগে আমরা যখন বড় দলগুলোর বিপক্ষে জিতেছি তখন বড় দলগুলো এটাকে আপসেট বলেছে। আমাদের যদি তখন খারাপ লেগে থাকে তাহলে ওদেরও (আফগানিস্তান) খারাপ লাগার কথা। আমি ব্যক্তিগতভাবে তা বলবো না। তারা যদি জিততে পারে অবশ্যই তাদের ক্রেডিট পাওয়া উচিত।" শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি শুরু দুপুর আড়াইটায়।

টানা ছয় ওয়ানডে জেতার পর হেরেছে টাইগাররা। শততম ওয়ানডে জয়টা আটকে আছে। টানা পঞ্চম সিরিজ জয়ের রেকর্ডটাও হুমকিতে এখন। বিশ্ব র‌্যাংকিংয়ের সপ্তম দল বাংলাদেশের আত্মবিশ্বাসে ধাক্কা লাগেনি তো?

"আত্মবিশ্বাস অবশ্যই আছে। আত্মবিশ্বাস নিয়েই খেলতে হবে। আমার কাছে মনে হয় না, আমরা এতদিন যে কাজগুলো করে এসেছি...যে সাফল্যগুলো পেয়ে এসেছি তা একদিনের একটি ম্যাচে শেষ হয়ে যাবে।" মাশরাফির কণ্ঠে তার দলের ঘুরে দাঁড়ানোরই প্রত্যয়, "আমরা সবাই হতাশ। সিরিজের শেষ ম্যাচটি জিততে হলে অবশ্যই আমাদের চাপমুক্ত ক্রিকেট খেলতে হবে। ব্যাটসম্যানদের আগের কথা ভুলে এই ম্যাচে নতুন উদ্যমে মাঠে নামতে হবে।"


মন্তব্য