kalerkantho


মজার দৌড় দৌড়ালেন বোল্ট

কালের কণ্ঠ অনলাইন   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:২৬মজার দৌড় দৌড়ালেন বোল্ট

২০১৬ রিও অলিম্পিকের পর আবার উসাইন বোল্টকে ট্র্যাকে দেখা গেল। দৌড়ালেন ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায়। কিন্তু ওটা আসলে কোনো প্রতিযোগিতাই ছিল না। মার্কিন একটি টেলিভিশন শোর জন্য পার্কিং লটে অনুষ্ঠানটির ক্রুদের সাথে দৌড়েছেন। তবে সবার আগে দৌড় শেষ করতে ভুল হয়নি বিশ্ব ইতিহাসের দ্রুততম দৌড়বিদের।

কমেডি অভিনেতে জেমস কর্ডন নিজেকে দাবি করেছেন বিশ্বের সবচেয়ে দ্রুতমানব হিসেবে। কিন্তু দৌড় শেষে দেখা গেল তিনি ২৬তম। দ্য লেট লেট শো' অনুষ্ঠানটির উপস্থাপক তিনি। বোল্ট হাজির হয়েছিলেন ওই অনুষ্ঠানে। ৯বারের অলিম্পিক চ্যাম্পিয়নক ঘিরেই ছিল সব আয়োজন। মাত্র কিছুদিন আগে রিও অলিম্পিকে 'ট্রিপল ট্রিপল' এর ইতিহাস গড়েছেন তিনি।

এই দৌড়ে ছিলেন আরেক বিখ্যাত অভিনেতা ওয়েন উইলসনও। বাকিরা অনুষ্ঠানটির ক্রু। বড় একটি দল। সেখানে দৌড়েরচ আগ নানা কশরত করতে দেখা যায় প্রতিযোগীদের। জ্যামাইকান বিদ্যুৎ বোল্টও মজা দিয়েছেন সবাইকে। একজনকে তো দৌড়ের ঠিক আগেই সিগারেট ফুকতে দেখা যায়। এই দৌড়ের পরও কৌতুক অভিনেতা ও উপস্থাপক জেমস টুইটারে দাবি করেছেন, "আমি তো উসাইন বোল্টকে ধসিয়ে দিলাম। সে কোনো সুযোগই পায়নি।"

সেই মজার দৌড়ের ভিডিওটা দেখে নিতে পারেন এখানে :

 

 


মন্তব্য