kalerkantho


বাংলাদেশে আসছেন না জেমস অ্যান্ডারসন!

কালের কণ্ঠ অনলাইন   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪৭বাংলাদেশে আসছেন না জেমস অ্যান্ডারসন!

টেস্ট ও ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী জেমস অ্যান্ডারসন সম্ভবত বাংলাদেশ সফরে আসছে না। তবে তার এই না আসার শঙ্কার সাথে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুর কোনো যোগ নেই। আসলে যে ইনজুরিতে ভুগছেন তা থেকে এখনো সেরে উঠতে পারেননি। টেস্ট সিরিজের আগে সেরে উঠতে পারবেন বলেও মনে হচ্ছে না।

কাঁধে চোট ১১৯ টেস্টে ৪৬৩ উইকেট শিকারী অ্যান্ডারসনের। জুলাইয়ে পাকিস্তানের সাথে লর্ডস টেস্টে খেলার সময় এই চোটে পড়েন। তারপর থেকে আর মাঠে নেই। দ্য গার্ডিয়ান জানাচ্ছে, এই সপ্তাহে স্ক্যানে দেখা গেছে এই চোট থেকে সেরে উঠতে বাড়তি বিশ্রাম দরকার। সেই কারণেই অ্যান্ডারসনকে নিয়ে শঙ্কা।

ফাস্ট বোলার জ্যাক বেলের কথা এখন তাই ভাবতে হচ্ছে ইংলিশ নির্বাচকদের। তাকে তৈরি থাকতে বলা হয়েছে। ৩৪ বছরের অ্যান্ডারসনের জন্য দুই মাসে সাত টেস্ট খেলাও কঠিন। নিজেই এই চাপ নিতে চান না। বাংলাদেশে দুই টেস্ট খেলে সরাসরি ভারতে যেতে হবে আরো ৫ টেস্টের সিরিজ খেলতে। শুক্রবারই ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার কথা। তবে এটি ওয়ানডে দল। অ্যান্ডারসন শুধু টেস্ট খেলেন। প্রথম টেস্ট ২০ অক্টোবর শুরু চট্টগ্রামে।


মন্তব্য