kalerkantho


কেলেঙ্কারির জন্ম দিয়ে বরখাস্ত ইংল্যান্ডের ফুটবল কোচ

কালের কণ্ঠ অনলাইন   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২১কেলেঙ্কারির জন্ম দিয়ে বরখাস্ত ইংল্যান্ডের ফুটবল কোচ

এমনটাই ধারণা করা হচ্ছিল। যে কেলেঙ্কারির মধ্যে নিজেকে জড়িয়েছেন তাতে ইংল্যান্ডের কোচ হিসেবে স্যাম অ্যালারডিচের টিকে থাকাটা হতো অস্বাভাবিক। স্পর্শকাতর ইংলিশ ফুটবল সংস্থা এফএ অবশ্য কোনো সুযোগই দেয়নি। অ্যালারডিচকে বরখাস্ত করেছে। মাত্র ৬৭ দিন ইংলিশ জাতীয় দলের দায়িত্ব পালন করেই চাকরি হারালেন এই ইংলিশ। এই সময়ে ইংলিশ দল তার অধীনে খেলেছে মোটে একটি ম্যাচ।

বৃটিশ একটি সংবাদপত্রের কারণেই চাকরিটা গেল অ্যালারডিচের। ৬১ বছরের কোচ ছদ্মবেশী সাংবাদিকদের পাতা ফাঁদে পা রেখেছিলেন। ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে স্টিং অপারেশন চালায় তারা। সেখানে নিজের ভূমিকার প্রভাব কাজে লাগিয়ে ইংলিশ ফুটবলে ট্রান্সফারে দুর্নীতি করা ইচ্ছে প্রকাশ করেছিলেন অ্যালারডিচ। ৪ লাখ ডলারের মৌখিক একটি বোঝাপড়াও হয়েছিল। এছাড়া ইংলিশ ফুটবল সংস্থা, প্রিন্স উইলিয়ামস, প্রিন্স হ্যারি, ইংলিশ ফুটবলার, ইংল্যান্ডের সাবেক কোচ রয় হজসনের বিরুদ্ধে অ্যালারডিচকে কটু কথাও বলতে শোনা যায় প্রকাশিত ভিডিওতে। এফএর কাছে ক্ষমা চেয়েও চাকরি বাঁচাতে পারেননি কোচ।


মন্তব্য