kalerkantho


হঠাৎ করেই ভারতের টেস্ট দলে গম্ভীর

কালের কণ্ঠ অনলাইন   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৬হঠাৎ করেই ভারতের টেস্ট দলে গম্ভীর

একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রাণভোমরা ছিলেন গৌতম গম্ভীর। সময়ের ব্যবচ্ছেদে অনেকদিন ধরেই তিনি মাঠের বাইরে। বর্তমানে মাঠের থেকে মাঠের বাইরেই বিভিন্ন মন্তব্যের দরুণ তিনি আলোচিত। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন দুই বছরেরও বেশি সময় আগে। ক্যারিয়ারের ক্রান্তিলগ্ন এসে এবার আবারও কপাল খুলল গম্ভীরের।

জানা গেছে, উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুলের চোটের কারণেই কপাল খুলেছে তার। কানপুর টেস্টে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান রাহুল। তার এই সিরিজ শেষ হয়ে গেছে। এমতাবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের পরের টেস্টগুলোতে ইনিংস শুরু করার জন্য দলে ডাকা হয়েছে ৩৪ বছর বয়সী গম্ভীরকে।

গম্ভীর ২০১২ সাল থেকেই দলের বাইরেই বেশি সময় কাটাচ্ছিলেন। সেবছর বাদ পড়ার পর ২০১৪ সালের আগস্টে ইংল্যান্ড সফরে তার কামব্যকের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু সেখানে চার ইনিংসে রান করেন মাত্র ২৫! ফলে সেটাই হয়ে যায় দেশের হয়ে গম্ভীরের শেষ সিরিজ। আরও একবার সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন গম্ভীর?


মন্তব্য