kalerkantho


অস্থির ডি মারিয়া এবার চেলসিতে?

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৫৫অস্থির ডি মারিয়া এবার চেলসিতে?

আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জের ডি মারিয়ার অস্থিরতা কাটছে না। রিয়াল মাদ্রিদ থেকে রেকর্ড দামে পাড়ি জমিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। ম্যানচেস্টার ইউনাইটেড লুফে নিয়েছিল তাকে। কিন্তু  সে যাত্রা এক মৌসুমের বেশি স্থায়ী হয়নি। ম্যানইউর তৎকালীন কোচ লুইস ভ্যান গালের সাথে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। এরপর চলে যান ফ্রান্সে।

এই লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনেও  ভাল লাগছে না তার। দলটির বর্তমান কোচ বর্তমান কোচ উনি ইমারির সঙ্গে ঝামেলা শুরু হয়েছে তার। এমতাবস্থায় শোনা যাচ্ছে, আবারও ইংলিশ প্রিমিয়ার লিগেই ফিরছেন তিনি। মারিয়াকে দলে পেতে নাকি মরিয়া হয়ে আছে ইংলিশ জায়ান্ট চেলসি। মারিয়াকে পেতে দলটির ইতালিয়ান কোচ অ্যান্থনিও কন্তের আগ্রহই বেশি। ডি মারিয়া নিজেও ফিরতে ইচ্ছুক। হয়ত খুব শীঘ্রই চেলসির জার্সিতে দেখা যেতে পারে মারিয়াকে।


মন্তব্য