kalerkantho


চলতি সিরিজে কোহলিদের খাবার মেন্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৯চলতি সিরিজে কোহলিদের খাবার মেন্যু

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই চালকের আসনে ভারত। নিজেদের ৫০০ তম টেস্ট ম্যাচটি জয়ের খুব কাছে ভারত। মাঠে কোহলি বাহিনীর তান্ডব চললেও খাওয়া দাওয়ার ব্যাপারে তারা ব্যাপক সহনশীল। মশালাদার খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর খাবারেই তাদের বেশি আগ্রহ।

কানপুর টিম হোটেলের একজিকিউটিভ বিকাশ মেহরোর্তা জানান, ‘ভারতীয় দল এবার স্বাস্থ্যকর খাবারে বেশি জোর দিয়েছে। অধিনায়ক বিরাট কোহলির দেখানো পথেই হাঁটছেন দলের বাকি ক্রিকেটাররাও। ক্যাপ্টেনের মতো দলের বেশিরভাগ ক্রিকেটার লাঞ্চ ও ডিনালে সি ফুড, গ্রিলড ডিসেশ ও সালাদ খাচ্ছেন। তাদের সব রান্না হচ্ছে অলিভ ওয়েলে। অনেকেই আবার সেদ্ধ খাবার বেশি পছন্দ করেছেন। কেউ কেউ ওমলেট খেলেও তা ভাজা হচ্ছে অলিভ ওয়েলে।

অন্য দিকে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা অবশ্য বেশি করে ভারতের মশলাদার খাবার গ্রহণ করছেন। উইলিয়ামসনদের খাবারের তালিকায় রয়েছে মটন কর্মা, রোগান জোশ, পনীর টিক্কা এবং কারাই পনীর।


মন্তব্য