kalerkantho


আমরা জয়ের বিকল্প কিছু ভাবছি না : আফগান অধিনায়ক

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১১আমরা জয়ের বিকল্প কিছু ভাবছি না : আফগান অধিনায়ক

আগামীকাল রবিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের টাইগাররা। তবে ম্যাচের পূবেই জয়ের লক্ষ্যের কথাই জানালেন আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই। 

আজ শনিবার ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক বলেন, ‘সবাই জয়ের জন্য খেলে। আমরা জয়ের বিকল্প কিছু ভাবছি না। নিজেদের সেরাটা দিতে পারলে এ ম্যাচ আমরাই জিতব। সে সামর্থ্য আমাদের আছে।’

মূল লড়াইয়ে নামার পূর্বে বাংলাদেশে এসেই প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে সহজেই হারায় আসগর স্তানিকজাইয়ের দল। এ সময় ওই প্রস্তুতি ম্যাচটি আসন্ন ম্যাচগুলোতে অনুপ্রেরণা জোগাবে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘যেকোনো ম্যাচে জয়ই প্রেরণার। তবে প্রস্তুতি ও আন্তর্জাতিক ম্যাচ দুটো ভিন্ন জিনিস।’

তিনি আরো বলেন, ‘আমাদের সে দলটি ছিল একটি অনভিজ্ঞ দল। আমাদের বর্তমান দলটি বেশ ভারসাম্যপূর্ণ। এ দল নিয়ে ভালো কিছু করার ক্ষমতা আমরা রাখি।’ 

এ ছাড়াও সংবাদ সম্মেলনে বাংলাদেশের বর্তমান অবস্থানের প্রসঙ্গ উঠলে সমীহের সঙ্গে আফগান অধিনায়ক স্তানিকজাই বললেন, ‘বাংলাদেশ অভিজ্ঞ দল। গত বেশ কিছুদিন ধরে তারা ভালো ক্রিকেট খেলছে।’

উল্লেখ্য, আগামীকাল রবিবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ১ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।


মন্তব্য