kalerkantho


চতুর্থ দল হিসেবে টেস্টে ৫শ’ ম্যাচ খেললো ভারত

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ২১:০৩চতুর্থ দল হিসেবে টেস্টে ৫শ’ ম্যাচ খেললো ভারত

টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ দল হিসেবে ৫শ’ ম্যাচ খেলার রেকর্ড গড়লো ভারত। কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম টেস্ট খেলতে নেমে এই রেকর্ডের গড়ে টিম ইন্ডিয়া। এর আগে টেস্ট ক্রিকেটে ৫শ’ ম্যাচ খেলার রেকর্ড গড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ইংল্যান্ড ৯৭৬টি, অস্ট্রেলিয়া ৭৯১টি ও ওয়েস্ট ইন্ডিজ ৫১৭টি টেস্ট খেলেছে।
১৯৩২ সালে ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ দল হিসেবে টেস্ট খেলতে নামে ভারত। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টে ১৫৮ রানে হেরেছিল ভারত।
টেস্ট ক্রিকেটে ৫শ’ বা তার বেশি ম্যাচ খেলুড়ে দেশ (কানপুর টেস্টের প্রথমদিন পর্যন্ত) :
দেশ ম্যাচ জয় হার টাই ড্র
ইংল্যান্ড (১৮৭৭-২০১৬) ৯৭৬ ৩৫০ ২৮৪ ০ ৩৪২
অস্ট্রেলিয়া (১৮৭৭-২০১৬) ৭৯১ ৩৭২ ২১১ ২ ২০৬
ওয়েস্ট ইন্ডিজ (১৯২৮-২০১৬) ৫১৭ ১৬৪ ১৭৯ ১ ১৭৩
ভারত (১৯৩২-২০১৬) ৫০০* ১২৯ ১৫৭ ১ ২১২


মন্তব্য