kalerkantho


মিলানে এ এক অন্যরকম সেরেনা

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৪৫মিলানে এ এক অন্যরকম সেরেনা

সেরেনা উইলিয়ামস খুব ফ্যাশন প্রিয়। টেনিসে যেমন সেরা ফ্যাশনেও তেমন চেষ্টা করতে দেখা যায় প্রায়ই। ইতালির শহর মিলানে মঙ্গলবার রাতে এই আমেরিকানকে দেখা গেল আকর্ষণীয় পোশাকে। অনেকের পক্ষে তার দিক থেকে চোখ সরানোই ছিল দায়!

ওখানে পুরুষ টেনিসের এক নম্বর বিশ্ব তারকা নোভাক জকোভিচ একটি পার্টির আয়োজন করেছিলেন। তার চ্যারিটি ফাউন্ডেশনের তহবিল সংগ্রহের জন্য গালা ডিনার। সেখানে চোখ কাড়া ছিল ৩৪ বছরের সুপারস্টারের পোশাক। জকোভিচের সাথে তার স্ত্রী ইয়েলেনার সাথে সম্পর্কের টানপড়েনের খবর মিলেছিল কিছুদিন আগে। তবে তারা ভালো আছেন। ৩০ বছরের ইয়েলেনাও চোখ কেড়েছেন।

সেরেনা এই ইতালি সফরে বিভিন্ন সময় বিভিন্ন পার্টি বা প্রোগ্রামে গেছেন। সবখানেই তার পোশাক ছিল দেখার মতো। রেকর্ড ২২টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জেতা টেনিস কিংবদন্তি মিলানে গুচির ফ্যাশন শোতেও ছিলেন উপস্থিত। সামনের সারিতে ভোগ এর প্রধান সম্পাদক অ্যানা ইউনটুরের সাথে খোশগল্পে মেতেছিলেন। 


মন্তব্য