kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।


যে কারণে কপিল শর্মার শো ত্যাগ করেছেন নভজোৎ সিং সিধু

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৯যে কারণে কপিল শর্মার শো ত্যাগ করেছেন নভজোৎ সিং সিধু

নভজোৎ সিং সিধুর স্ত্রী নভজোৎ কৌর বলিউড লাইফ ডটকমকে নিশ্চিত করেছেন যে, তার স্বামী ইতিমধ্যেই কপিল শর্মার শো ত্যাগ করেছেন। সেপ্টেম্বর পর্যন্ত তিনি শো'টির জন্য শুটিং করেছেন। ফলে সেপ্টেম্বরের পর কপিল শর্মার শোয়ে নভজোৎ সিং সিধুর সেই বিখ্যাত হাসি আর দেখা যাবে না।

আসন্ন পাঞ্জাব বিধানসভাকে সামনে রেখে সিধু এই সিদ্ধান্ত নিয়েছেন। সাবেক এমপি সিধু অবশেষে স্বশব্দেই রাজনীতিতে ফিরছেন। সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া সিধু আগামী ১ অক্টোবর পাঞ্জাবের অমৃতসরে পৌঁছাবেন নিজ দলের প্রচারণা শুরু করার জন্য। তার দলের নাম আওয়াজ-ই-পাঞ্জাব।

সিধুর স্ত্রী নভজোৎ কৌর বলেন, "সিধু এখন থেকে শুধু পাঞ্জাবের রাজনীতি নিয়েই ব্যস্ত থাকবেন। আর এ কারণেই তিনি আগেভাগেই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকল শোয়ের রেকর্ড সম্পন্ন করে ফেলেছেন। এবং সকল কাস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করিয়ে নিয়েছেন। "

আওয়াজ-ই-পাঞ্জাব এর সূত্রে জানা গেছে, পূর্ণোদ্যমে সিধু পাঞ্জাবের রাজনীতিতে ফিরে আসছেন। আর ওই দর্শকপ্রিয় কমেডি শো'র সঙ্গে তার যে চুক্তিগত বাধ্যবাধকতা ছিল তাও এই সেপ্টেম্বরেই শেষ হয়ে যাবে।

কপিল শর্মার টিমটি ছিল একটি পরিবারের মতো। যারা একসঙ্গে অনেক দুর্যোগের মোকাবিলা করেছেন। আর এখনো উচ্চস্বরে হাসির সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছেন এবং দর্শকদেরকেও হাসাচ্ছেন। এই হাসির প্রধান খোরাক যোগাতেন সিধু নিজে। তার অনন্য রসবোধ এবং কবিত্ব ছিল শো'টির প্রধান আকর্ষণ।

১৯৮৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এক বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার শেষে অবসরে যান সিধু। কিন্তু এরপরও তিনি একজন ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখেন।

তবে কপিল শর্মার কমেডি শো'র মাধ্যমে তিনি ভারতের ঘরে ঘরে ব্যাপক পরিচিতি লাভ করেন ও বিখ্যাত হয়ে ওঠেন।

এবার রাজনীতির মাধ্যমেও তিনি তার জীবনের দ্বিতীয় ইনিংসেও হয়ত ক্রিকেট পিসের মতো আগুন ঝরাবেন।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


মন্তব্য