kalerkantho


ম্যানইউ জয়ে ফেরায় স্বস্তিতে মরিনহো

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১১:২৬ম্যানইউ জয়ে ফেরায় স্বস্তিতে মরিনহো

বড়ই অস্বস্তিতে ছিলেন হোসে মরিনহো। টানা চার ম্যাচ হারার হুমকির সামনে দাঁড়িয়েছিলেন। খেলোয়াড়রা রক্ষা করলেন গুরুকে। ইংলিশ ফুটবল লিগ কাপের খেলায় বুধবার ৩-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় সারির দল নর্দাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে পৌঁছে গেছে আসরের চতুর্থ রাউন্ডে। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি এদিন ২-১ গোলে সোয়াসনি সিটিকে হারিয়েছে তৃতীয় রাউন্ডে।

আগের ম্যাচে হারের পর খেলোয়াড়দের প্রকাশ্যে সমালোচনা কর সমালোচনার মুখে পড়েন খোদ কোচ মরিনহো। কিন্তু এই পর্তুগিজ আর কাহাতক সইবেন! এমন দর নিয়েও হারের পর হার। মাইকেল ক্যারিক, আন্দার হেরারা ও বদলী মার্কাস রাশফোর্ডের গোলে জয় নিয়ে এবার মাঠে ছেড়েছে ম্যানইউ।

ম্যানচেস্টার সিটি, ফেইনুড ও ওয়াটফোর্ডের কাছে টানা হারের পর এই জয় মরিনহো ও তার দলের জন্য টনিকের কাজ করবে। ৩-১ গোলে ওয়াটফোর্ডের কাছে রবিবার হারা ম্যাচের একাদশে ৯টি পরিবর্তন এনেছিলেন কোচ। কেবল অধিনায়ক ওয়েন রুনি ও ক্রিস স্মালিং জায়গা ধরে রাখতে পেরেছিলেন। গত মৌসুমের পর এই প্রথম সবার সামনে খেললেন। এবং সুযোগও মিস করলেন শুরুতে। তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে শেষ পর্যন্ত সহজেই জিতেছে ম্যানইউ।


মন্তব্য