kalerkantho


ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান হলেন এমএসকে প্রসাদ

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১৫ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান হলেন এমএসকে প্রসাদ

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এমএসকে প্রসাদ। সাবেক এই উইকেটরক্ষক সন্দ্বীপ পাতিলের স্থলাভিষিক্ত হয়েছেন। সাউথ জোনের পাঁচ সদস্যের সিনিয়র নির্বাচক প্যানেলের নেতৃত্বে থাকবেন প্রসাদ। ৪১ বছর বয়সী প্রসাদ ভারতের হয়ে ৬টি টেস্ট ও ১৭টি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছেন।

বুধবার মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও কিছু নতুন সদস্য নির্বাচক প্যানেলে অন্তর্ভূক্ত করা হয়েছে। নির্বাচক প্যানেলের নতুন সদ্যসরা হলেন ডেভাং গান্ধী (ইস্ট জোন), জতিন পারানপি (ওয়েস্ট জোন) ও সারানদীপ সিং (নর্থ জোন)। সেন্ট্রাল জোনে গগন খোদা তার স্থান ধরে রেখেছেন।

নতুন নির্বাচক কমিটির নাম এখন সুপ্রীম কোর্টে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করা হবে।


মন্তব্য