kalerkantho


নির্বাচক পদে ওয়ালশের স্থানে সেবাস্তিয়েন

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ২১:০৪নির্বাচক পদে ওয়ালশের স্থানে সেবাস্তিয়েন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হয়ে আসায় ক্যারিবীয় ক্রিকেটে ওয়ালশের জায়গাটি খালি হয়ে যায়। এবার সাবেক এই ফাস্ট বোলারের স্থানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে নির্বাচক পদে নিয়োগ পেয়েছেন লোকহার্ট সেবাস্তিয়েন। দুই বছরের জন্য সেবাস্তিয়েনকে নিয়োগ দিয়েছে ডব্লিউআইসিবি। গত মাসে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে চুক্তিভূক্ত হবার কারনে নির্বাচক প্যানেল থেকে সড়ে দাঁড়ান ওয়ালশ।

দীর্ঘদিন যাবত ডব্লিউআইসিবি’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন ডমিনিকার সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান সেবাস্তিয়েন। গত ১২ বছর যাবত তিনি উইন্ডওয়ার্ড আইসল্যান্ড দলের ম্যানেজার হিসেবে কাজ করেছেন। এছাড়া গত দশ বছর যাবত তিনি একই ক্লাবের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। ২০১৩ ও ২০১৪ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজ-এ দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্ব পেয়ে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবাস্তিয়েন।


মন্তব্য