kalerkantho


বুফোনের সাথে দেখা করে উচ্ছ্বসিত বোল্ট

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:২১বুফোনের সাথে দেখা করে উচ্ছ্বসিত বোল্ট

উসাইন বোল্ট গতি সম্রাট। বিশ্ব ইতিহাসের সবচেয়ে দ্রুততম স্প্রিন্টার। গ্রেটেস্ট বলাই যায় তাকে। রেকর্ড ৯বারের অলিম্পিক চ্যাম্পিয়ন। তাই বলে কম যান কি জিয়ানলুইজি বুফোন? বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার। অনেক বিশেষজ্ঞ তাকেই ইতিহাসের সেরা বলেন। বিশ্বকাপ ছাড়াও আরো কতো কি জিতেছেন ইতালিয়ান শট স্টপার। তো এই দুই চ্যাম্পিয়নের দেখা হয়ে গেল এবং তারপর একে অন্যের পিঠ চাপড়াতে লাগলেন!

রিও অলিম্পিকে 'ট্রিপল ট্রিপল' জয়ের ইতিহাস গড়ে ৩০ বছরের বোল্ট ছুটি কাটাচ্ছেন। ইতালি ও জুভেন্তাসের গোলরক্ষকের সাথে এভাবেই দেখা। ফুটবলের ভক্ত বোল্ট তো ম্যানচেস্টার ইউনাইটেডেই খেলতে চান। বুফোন সম্পর্কে তাই ধারণা তার পরিস্কার। দেখা হওয়ার মুহূর্তটি তাই ক্যামেরায় বন্দি করে সোশাল মিডিয়ায় তুলে ধরলেন বোল্ট। লিখলেন, "জীবন্ত কিংবদন্তি জিয়ানলুইজি বুফোনের সাথে দেখা করে সম্মানিত বোধ করছি।"

৩৮ বছরের বুফোন জুভান্তাসকে চ্যাম্পিয়ন করে যাচ্ছেন। ইতালির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার। ভিন্ন উচ্চতার মানুষটি বিনয়ের অবতার। বোল্টের পোস্টটি দেখে পাল্টা লিখলেন, "আপনি তো গতির কিংবদন্তি। সম্মান আমার।"


মন্তব্য