kalerkantho


অনুশীলনে ফিরেছেন চেলসি অধিনায়ক জন টেরি

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১১অনুশীলনে ফিরেছেন চেলসি অধিনায়ক জন টেরি

সোমবার অনুশীলনে ফিরেছেন চেলসি অধিনায়ক জন টেরি। পায়ের ইনজুরির কারণে বিশ্রামে ছিলেন তিনি।
সোয়ানসি সিটির বিপক্ষে লীগ ম্যাচে অংশ নেয়ার সময় পায়ের লিগামেন্টের ইনুজরিতে পড়েন তিনি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ওই চোটের কারণে শুক্রবার লিভারপুলের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে অংশ নিতে পারেননি এই সেন্টার ব্যাক। ম্যাচে ২-১ গোলে পরাজিত হয় চেলসি। টেরির অনুপস্থিতিরি কারণেই কোচ এন্টনিও কন্টে ওই ম্যাচে তার গোছানো ফুটবলের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন।
টেরি তার ইন্সটিগ্রাম পেইজে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যায় কয়েকজন কোচিং স্টাফকে সঙ্গে নিয়ে তিনি অনুশীলন করছেন।
লিভারপুলের বিপক্ষে ম্যাচে টেরির অনুপস্থিতির দিকে ইঙ্গিত করে চেলসি কোচ বলেছিলেন, ‘কিছু কিছু পরিস্থিতিতে আমরা সাংগঠনিক দক্ষতা বাস্তবায়নে ব্যর্থ হয়েছি। বিশেষ করে ফ্রি কিক ও থ্রো ইনের ক্ষেত্রে। এ সময় অবশ্যই আপনাকে মনোযোগী থাকতে হবে।’


মন্তব্য