kalerkantho


প্রথম টেস্টে খেলা হচ্ছে না ইশান্ত শর্মার

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০১প্রথম টেস্টে খেলা হচ্ছে না ইশান্ত শর্মার

ভারত দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার তিনি। সবার চেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারও। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার কানপুরে শুরু প্রথম টেস্টে খেলা হচ্ছে না ইশান্ত শর্মার। দীর্ঘকায় ফাস্ট বোলার এখনো সুস্থ না পুরোপুরি। চিকুনগুনিয়া নামের মশাবাহিত রোগে আক্রান্ত তিনি। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের তাই তাকে খেলা লাগছে না।

নিউজিল্যান্ড এর মধ্যে হারিয়েছে তাদের সবচেয়ে অভিজ্ঞ বোলার টিম সাউদিকে। ইনজুরির কারণে গোটা টেস্ট সিরিজেই খেলা হবে না তার। প্রথম টেস্টে সেই ভাগ্য ২৮ বছরের ইশান্তের। কিউরা অবশ্য অল রাউন্ডার জেমস নিশামকেও ইনজুরির কারণে প্রথম টেস্টে পাচ্ছে না। ইশান্ত ছাড়া ভারতের পরিকল্পিত দলে আর কোনো সমস্যা নেই।

শোনা গেল কোচ অনিল কুম্বলে ইশান্তের জায়গায় এখন কাউকে দলে চাচ্ছেন না। যদিও শারদুল ঠাকুর ও ধাওয়াল কুলকার্নির মধ্য থেকে কাউকে বেছে নেওয়ার সুযোগ আছে। ৪ টেস্টে মাত্র ৮ উইকেট নিলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ তে ভারতের সিরিজ জয়ে বড় প্রভাব ছিল ইশান্তের। কিউইদের বিপক্ষেও ভারতের বোলিংকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল।


মন্তব্য