kalerkantho


স্টার্কের খেলা নিয়ে আশাবাদী স্মিথ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৫২স্টার্কের খেলা নিয়ে আশাবাদী স্মিথ

নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজের আগেই পায়ের ইনজুরি কাটিয়ে ফাস্ট বোলার মিচেল স্টার্কের মাঠে ফিরে আসার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ।

অনুশীলন সরঞ্জামের সাথে ধাক্কা লেগে স্টার্কের পায়ে আঘাত লাগার পরে গত সপ্তাহে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছে। ইনজুরি এতটাই গুরুতর ছিল যে আঘাতের স্থানে ৩০টির মত সেলাইও দিতে হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। দূর্ঘটনার সময় স্মিথ মাঠে ছিলেন। এই ইনজুরির কারনে দক্ষিণ আফ্রিকারর বিপক্ষে চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন ২৬ বছর বয়সী স্টার্ক। সিডনিতে সাংবাদিকদের কাছে স্মিথ বলেছেন, যেটাই হয়ে মোটেই ভাল হয়নি। এতটা ভয়াবহ পরিস্থিতিতে আমি কখনই পড়িনি। আশা করছি স্টার্কের লিগামেন্টে কোন ক্ষতি হয়নি। আগামী দুই সপ্তাহের মধ্যে তার মাঠে ফিরে আসার ব্যপারে আমরা সকলেই আশাবাদী।

অস্ট্রেলিয়ার শীর্ষ বোলার হিসেবেই স্টার্ক গত মাসে শ্রীলংকার বিপক্ষে পরাজিত তিন ম্যাচের টেস্ট সিরিজে ১৫.১৬ গড়ে ২৪ উইকেট দখল করেছিলেন।

আগামী ৩ নভেম্বর থেকে পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।


মন্তব্য