kalerkantho


কৃষ্ণাদের অনুশীলন শুরু

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ২০:০৫কৃষ্ণাদের অনুশীলন শুরু

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কোচ গোলাম রব্বানি ছোটন জানান, লড়াকু মনোভাব নিয়েই এগিয়ে যেতে চায় তার দল। 

ঈদের বিরতি শেষে আজ অনুশীলনের জন্য আবারো মাঠে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। এএফসি চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া দলটি আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি চ্যাম্পিয়নশিপের মূলপর্বে অংশ নিবে। এ জন্য এক বছরেরও বেশি সময় হাতে থাকলেও এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে নারী ফুটবলাররা। আজ শুরু হওয়া ক্যাম্পে ২৮ ফুটবলারের ২৩ জনই উপস্থিত ছিলেন। দুই এক দিনের মধ্যেই বাকিরা দলের সঙ্গে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে। 

দল নিয়ে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় দারুণ খুশি কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, সবকিছু ছাপিয়ে এশিয়ার সেরাদের সঙ্গে খেলার সুযোগটা, সঠিকভাবে কাজে লাগাতে চাই’। আগামী বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূলপর্বে বাংলাদেশ লড়বে চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়ার মত দলগুলোর সঙ্গে।


মন্তব্য