kalerkantho


প্রথম অনুশীলন ম্যাচ ড্র করলো নিউজিল্যান্ড

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫৩প্রথম অনুশীলন ম্যাচ ড্র করলো নিউজিল্যান্ড

ভারত সফরে প্রথম ও একমাত্র অনুশীলন ম্যাচটি ড্র করলো সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দল। দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুম্বাইয়ের বিপক্ষে তিন দিনের ম্যাচটি ড্র করেছে তারা। 

টস হেরে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৭৫ ওভারে ৭ উইকেটে ৩২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাবে নিজেদের ইনিংসে ৮ উইকেটে ৪৬৪ রান তুলে ইনিংস ঘোষণা করে মুম্বাই। 
ফলে ১৪০ রানে পিছিয়ে থেকে তৃতীয় ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৩৫ রানেই গুটিয়ে গেলে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।
আগামী ২২ সেপ্টেম্বর কানপুরে সিরিজের প্রথম টেস্ট খেলবে ভারত ও নিউজিল্যান্ড।


মন্তব্য