kalerkantho


ঢাকায় পৌঁছেছেন ব্যাটিং পরামর্শক সামারাবিরা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২১:২১ঢাকায় পৌঁছেছেন ব্যাটিং পরামর্শক সামারাবিরা

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া শ্রীলংকান থিলান সামারাবিরা আজ সকালে ঢাকায় পৌঁছেছেন।

এর আগে ঘরের মাঠে আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজসহ মোট ৪৫ দিনের চুক্তিতে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে শ্রীলংকার সাবেক এ ব্যাটসম্যানকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঈদের ছুটি কাটিয়ে আফগানিস্তান সিরিজের আগে নিজেদের শতভাগ প্রস্তুত করতে আগামীকাল থেকে শুরু হচ্ছে টাইগারদের ক্যাম্প। হাতে সময় কম, তাই মাশরাফি বাহিনীকে নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে আজ সরাসরি অস্ট্রেলিয়া থেকে বিমানযোগে ঢাকা আসেন সামারাবিরা।

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে আর কালক্ষেপণ না করে আগামীকাল থেকেই কাজ শুরু করবেন নতুন দায়িত্ব পাওয়া সামারাবিরা।

তিনি ছাড়াও ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ রিচার্ড হ্যালসল। তাছাড়া রোববারের মধ্যে ফেরার কথা রয়েছে মারিও ভিল্লাভারায়ন ও টাইগারদের সাথে সদ্য বন্ধনে আবদ্ধ হওয়া ক্যারিব্যান বোলিং কোচ কোর্টনি ওয়ালশের।

উল্লেখ্য, আপাতত সল্প মেয়াদে সামারাবিরাকে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হলেও আসন্ন সিরিজগুলোতে নিজেকে প্রমাণ করতে পারলে তার সাথে দীর্ঘ মেয়াদে চুক্তির পথে হাঁটবে বিসিবি এমনটা আগেই জানিয়ে রেখেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, “ব্যাটিং পরামর্শক হিসেবে থিলান সামারাবিরাকে আমরা আপাতত ইংল্যান্ড ও আফগানিস্তান সিরিজেরে জন্য নিয়োগ দেবো। তাকে আমরা দেখবো। এরপর পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানো যায় কিনা সেটা আলোচনা করবো।”


মন্তব্য