kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


'আমি ভালো আছি, চিন্তা করবেন না' জানালেন সাকিব

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৩৩'আমি ভালো আছি, চিন্তা করবেন না' জানালেন সাকিব

সাকিব আল হাসান জানালেন, "আমি ভালো আছি। চিন্তা করবেন না।

"

সারা দেশ ভয়ানক এক ঝাঁকুনি খেয়েছে সকালে। বিশ্বের সেরা ওয়ানডে অল রাউন্ডারকে কক্সবাজারে নামিয়ে ফিরে আসার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। গন্তব্যে আগেই নেমে যাওয়ায় একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন সাকিব। কক্সবাজারের উখিয়ায় আজ শুক্রবার সকালের এই দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন আরো চারজন।

বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সাকিব বিজ্ঞাপনের কাজে গেছেন কক্সবাজারে। ঈদের ছুটি কাটিয়ে এই তার কাজে ফেরা। জাতীয় ক্যাম্প শুরু দুই দিন পর। ইনানীতে নেমে শুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এর মধ্যে আসে খবর। তাকে বয়ে নিয়ে আসা হেলিকপ্টারটির ফেরার পথে বিধ্বস্ত হওয়ার খবর। একটু নিশ্চয়ই ঝাঁকুনি খেয়েছেন ২৯ বছরের সাকিব নিজেও। মোবাইল ফোনের অবিরত বেজে চলা তাকে বুঝিয়ে দিয়েছে সারা দেশ এই খবরে কতটা কেঁপে গেছে। সাকিবের খবর পেতে অনেকে শুটিংয়ের লোকদের মোবাইলে ফোন করে খবর নিয়েছেন। প্রাথমিক ধাক্কা সামলে সাকিব মন দিয়েছেন কাজে।


মন্তব্য