kalerkantho


বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলে ডাক পাচ্ছেন হাসিব, হামিদ!

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫৯বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলে ডাক পাচ্ছেন হাসিব, হামিদ!

হাসিব হামিদ ও বেন ডাকেট ডাক পেতে পারেন ইংল্যান্ড দলে। বাংলাদেশ সফরের জন্য আজ ঘোষণা করা হবে ইংল্যান্ড টেস্ট ও ওয়ানডে দল। ডাকেট সুযোগ পেতে পারেন ওয়ানডে দলে। আর হামিদকে টেস্ট দলে নেওয়া হতে পারে হেলসের জায়গায়।

টেস্টে অ্যালিস্টার কুকের উদ্বোধনী জুটি হিসেবে নামতে পারেন হামিদ। এ দুজন ছাড়াও বাংলাদেশ সফরে আসতে পারেন আরও বেশ কয়েকজন নতুন ইংলিশ খেলোয়াড়। তাদের মধ্যে রয়েছেন দুই বাঁ-হাতি স্পিনার লিয়াম ডসন ও জ্যাক লিচ এবং ডারহামের উদ্বোধনী ব্যাটসম্যান কিয়াটন জেনিংস ও সারের উইকেটকিপার বেন ফোকস।

দুই টেস্ট সিরিজের জন্য ১৭ জন এবং তিনটি ওডিআইয়ের জন্য ১৫ জনের দল ঘোষণা করতে পারে ইংল্যান্ড। দলে দুই প্রধান স্পিনার হিসেবে মঈন আলী এবং আদিল রশিদের থাকাটা নিশ্চিত।

এদিকে হাসিব হামিদ ইংলিশ নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন। তার বয়স মাত্র ১৯ বছর। ২০টিরও কম প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ইংল্যান্ড কোচ ট্রেভর বেইলিসও হামিদের ফুটেজ দেখে অভিভূত।

হামিদের কাউন্টি ক্লাব ল্যাংকাশায়ারের ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস তার তুলনা করেছেন জোনাথান ট্রটের সঙ্গে। ট্রটের মতো হামিদও নিজের উইকেট খোয়াতে অপছন্দ করেন। কুকের উদ্বোধনী জুটি হিসেবে তাই হামিদকে দেখা যেতে পারে বাংলাদেশ সফরে।
 


মন্তব্য