kalerkantho


নড়াইলে ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি   

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৩৩নড়াইলে ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি

নড়াইলে ঈদুল আজহার প্রধান জামাত আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এখানে নড়াইল জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ সময় মাশরাফির সঙ্গে ছিল তার মামা নাহিদ, ছোট ভাই সিজার ও তার কন্যা ও পুত্র। নামাজ শেষে ঈদের কোলাকুলি করেন তিনি। 

এ ছাড়াও আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের সাথে কুশল বিনিময় করেন মাশরাফি। তা ছাড়াও দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান নড়াইল এক্সপ্রেস।

এদিকে মাশরাফির বাবা গোলাম মোর্তজা বরাবরের মতো এবারও গ্রামের বাড়ি সদরের চারিখাদায় ঈদের নামাজ আদায় করে কোরবানি দেন। বাড়ি ফিরে পরে গ্রামের বাড়ি সদর উপজেলার চারিখাদা গ্রামে যান গরু কোরবানির জন্য।


মন্তব্য