kalerkantho


ভারতের রাজনীতিতে নাম লেখালেন পেসার প্রভিন

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৩ভারতের রাজনীতিতে নাম লেখালেন পেসার প্রভিন

বয়স ২৯। পেশা ক্রিকেট খেলা। মিডিয়াম পেস বোলার। নাম প্রভিন কুমার। এখন এই পরিচয়ের সাথে নতুন পরিচয়ও লিখতে হবে। প্রভিন এখন রাজনীতিবিদও। রবিবার ভারতের সমাজবাদী দলে যোগ দিয়েছেন এই খেলোয়াড়।

"মুখ্য মন্ত্রীর সাথে দেখা করেছিলাম। তারপর এই পার্টিতে যোগ দিলাম। পার্টির জন্য যা কিছু করা সম্ভব তা আমি করবো-" বলেছেন প্রভিন। সাংবাদিকরা জানতে চান রাষ্ট্রীয় নির্বাচনে অংশ নেবেন কি না। প্রভিনের জবাব, "এই ক্ষেত্রটিতে আমি শিশু। আগে এটি (রাজনীতি) ভালো ভাবে শিখে নিতে হবে।"

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এখন বয়স ৪৩। তবে মাত্র ৩৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে ইউপির মুখ্য মন্ত্রীর আসনে বসেছেন। তাকেই বুঝি গুরু মেনেছেন প্রভিন। প্রভিন জানালেন, তাদের মুখ্যমন্ত্রী ক্রীড়াবিদদের জন্য অনেক কিছু করেছেন। লখনৌ ও সাইফাইয়ে বড় স্টেডিয়ামও করেছেন।

শেষ আইপিএলেও খেলেছেন প্রভিন। ফাস্ট ক্লাস ক্রিকেট খেলেন উত্তর প্রদেশের হয়েই। ২০১২ সালে খেলেছেন শেষ আন্তর্জাতিক ম্যাচ। ভারতের হয়ে ৬ টেস্টে ২৭, ৬৮ ওয়ানডেতে ৭৭ ও ১০ টি-টোয়েন্টিতে ৮ উইকেট শিকার করেছেন।


মন্তব্য