kalerkantho


রিও প্যারা অলিম্পিকে মালয়েশিয়ার অ্যাথলেটের বিশ্ব রেকর্ড

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৯রিও প্যারা অলিম্পিকে মালয়েশিয়ার অ্যাথলেটের বিশ্ব রেকর্ড

ক'দিন আগে শেষ হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস। রিও ডি জেনিরোতে এখন চলছে প্যারা অলিম্পিক গেমস। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে মানুষের জয়গান গাওয়ার অলিম্পিক। সেই আসরে আজ রবিবার (রিওর শনিবার) মালয়েশিয়ার অ্যাথলেট গড়লেন বিশ্ব রেকর্ড। সেই সাথে দেশটির দ্বিতীয় সোনাও তুলে নিলেন শট পুট স্পেশালিস্ট মুহাম্মদ জিয়াদ জোলকেফলি। একই দিনে দুই সোনা জিতে ইতিহাস গড়েছেন তারা।

এর আগের গেমসগুলোতে অংশ নিয়ে রুপা, ব্রোঞ্জ জিতলেও কখনও সোনা জেতেনি মালয়েশিয়া। এবার তারা প্রথম সোনাটি জিতেছে পুরুষদের ১০০ মিটার টি৩৬ এ (সেরেব্র্যাল পালসি)। মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ পুঁজি গড়েছেন এই ইতিহাস। রিওর অলিম্পিক স্টেডিয়ামে রিদজুয়ান ১২.০৭ সেকেন্ডে দৌড় শেষ করেন। চীনের ইয়াং ইফেইয়ের সময় লেগেছে ১২.২০ সেকেন্ড। স্বাগতিক ব্রাজিলের রদরিগো পাহেইরা দা সিলভা ১২.৫৪ সেকেন্ডে জিতেছেন ব্রোঞ্জ।

এরপর আরো বড় কাণ্ড করে ফেলেন জিয়াদ। পুরুষ বিভাগে এই শট পুটার এফ২০ (ইন্টেলেকচুয়াল ডিজ্যাবিলিটি) ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছেন। জিয়াদ ১৬.৮৪ মিটারের দূরত্ব পার করেছেন। ভেঙেছেন ২০১২ লন্ডন প্যারা অলিম্পিকে অস্ট্রেলিয়ার টড হজেটসের গড়া ১৬.২৯ মিটারের বিশ্ব রেকর্ড। গ্রিসের দিমিত্রিয়স সেনিকিদিস রুপা ও গতবারের চ্যাম্পিয়ন হজেটস জিতেছেন ব্রোঞ্জ।


মন্তব্য