kalerkantho


আয়ারল্যান্ডে মেয়েদের ওয়ানডে বৃষ্টিতে পণ্ড

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৪৪আয়ারল্যান্ডে মেয়েদের ওয়ানডে বৃষ্টিতে পণ্ড

আয়ারল্যান্ডে বৃষ্টি পিছু নিয়েছে বাংলাদেশ দলের। শুক্রবার ছিল দ্বিতীয় ওয়ানডে। কিন্তু বৃষ্টিতে খেলা পণ্ড হয়েছে। আইরিশ মেয়ে দলের সাথে বাংলাদেশের মেয়েদের দলের খেলাটি ১৮ ওভার পরই বৃষ্টির কবলে পড়ে। বেলফাস্টে এরপর ম্যাচ আর মাঠে গড়াতে পারেনি।

জাহানারা আলমরা খেলতে গেছেন দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের সিরিজ। টি-টোয়েন্টির প্রথম ম্যাচটি ১০ ওভারে নেমে এসেছিল বৃষ্টির কারণে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচটি শেষ পর্যন্ত ৬ রানে হারে বাংলাদেশ। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনো বল মাঠে গড়ায়নি।

সিরিজের প্রথম ওয়ানডেতেও বৃষ্টির হানা। সেটিও কোনো বল না হয়ে শেষ হয়। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ১৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান তোলে আইরিশরা। এরপর নামে বৃষ্টি।


মন্তব্য