kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


ড্যান্স শো করতে চান গেইল!

কালের কণ্ঠ অনলাইন   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৩৪ড্যান্স শো করতে চান গেইল!

ক্রিস গেইল। ধ্বংসাত্মক ব্যাটসম্যান।

ক্রিকেটের বর্ণিল চরিত্র। মাঠে নতুন নতুন নাচ নিয়ে আসেন। গ্যাংনাম থেকে চ্যাম্পিয়ন, ক্রিকেট মাঠে ক্রিকেটারদের নাচের রীতির জন্য ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তিকে মন রাখতে হবে আলাদা ভাবে। তো নাচের জন্য যার এত খ্যাতি তার নিজের একটি নাচের শো না থাকলে কি হয়! গেইল নিজেই এমনটা ভাবছেন। ভাবছেন, নিজের নামে একটা ড্যান্স শো করলে মন্দ হয় না।

লোক নাকি আজকাল গেইলের খেলার চেয়ে তার নাচের কথা বেশি বলে। এমন অভিজ্ঞতা ৩৬ বছরের গেইলের। ভারতে তার শেকড় গজিয়ে গেছে। সম্প্রতি চেন্নাইয়ে গেছেন সেখানকার স্থানীয় টি-টোয়েন্টির অনুষ্ঠানে। এই উপলক্ষে মেয়েদের একটি কলেজেও গেলেন। সেখানে ছাত্রীদের সাথে বেশ নাচলেন ক্যারিবিয়ান ক্রিকেটার।

আর সেখানেই জানালেন, এখন এই অবসরে কিছু নাচ শিখে নিচ্ছেন। মাঠে তা প্রয়োগ করতে চান। নিজের শোয়ের কথা সেখানেই এলো। "আমার মনে হয় এখন আমার নিজের ড্যান্স শো করা দরকার। লোকে তো আমার ক্রিকেট খেলার চেয়ে নাচের নৈপুণ্যের কথাই বেশি বলে। " গেইল বললেন, "যখনই সুযোগ পাই চেষ্টা করি একটু নেচে দেখাতে। অন্যদের কাছ থেকে কিছু নাচ শিখেও নেই। একবার তা শিখে নিলে মাঠে দেখাতে পারবো। আরো মজা হবে। "


মন্তব্য