kalerkantho


যুবরাজের ফোন ধরেন না ধোনি!

কালের কণ্ঠ অনলাইন   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫১যুবরাজের ফোন ধরেন না ধোনি!

এমএস ধোনি অধিনায়ক হিসেবে জিতেছেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিতেছেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। এই দুই বিশ্বকাপ অর্জনেই যুবরাজ সিংয়ের ছিল বড় ভূমিকা। দুজন একসাথে বহুকাল খেলেছেন জাতীয় দলে। কিন্তু আজ যখন যুবরাজ তার দরকারে ধোনিকে ডাকেন তখন সাড়া পান না! যুবরাজ নিজে যখন কথাটা জানান তখন অবাক হতেই হয়।

যুবরাজ সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করলেন। তার পোষাক ব্যবসার উদ্বোধনী অনুষ্ঠান। এখানকার লাভের টাকা যাবে যুবরাজের ক্যান্সার ফাউন্ডেশনে। তো এই অনুষ্ঠানে হাজির বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, ইরফান পাঠান, রোহিত শর্মাসহ আরো অনেক ভারতীয় ক্রিকেটার। সেখানে ধোনির অনুপস্থিতি সবার চোখ কেড়েছে। তাই সংবাদ সম্মেলনে প্রশ্ন এলো, ধোনি এলেন না যে?

"আমার মনে হয় ও খুব ব্যস্ত। তাকে খুঁজে বের করার চেষ্টা করেছি। কিন্তু সবসময়ের মতো একই ঘটনা। ধোনি তো কারো ফোন ধরে না। আমার মনে হয় সে আমেরিকায় টি-টোয়েন্টি খেলা নিয়ে ব্যস্ত। আমাকে ওদিক দিয়ে সহায়তা করতে পারে।" জবাব যুবরাজের।

অবশ্য আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টি-টোয়েন্টির সিরিজ শেষে তো দল ফিরেছে দেশে। ধোনিকেও সোশাল মিডিয়ায় দেশের ছবি পোস্ট করতে দেখা গেছে। গলফ খেলতে ব্যস্ত ছিলেন। যুবরাজের জন্য তাই তার সময় বের করতে না পারাটা আলোচনায় বটে।


মন্তব্য