kalerkantho


হঠাৎ অবসরের ঘোষণা মামুনুলের

কালের কণ্ঠ অনলাইন   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০১হঠাৎ অবসরের ঘোষণা মামুনুলের

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম হঠাৎ করেই অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বাফুফে কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। অবসরে যাওয়ার জন্য লিখিতভাবে পদত্যাগপত্রও দাখিল করেছেন মামুনুল।

আগামীকাল ভূটানের বিপক্ষে এশিয়া কাপের প্লে অফ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আজ দুপুরে দল ঘোষণা হওয়ার কথা। তাহলে এমন একটা পরিস্থিতিতে অবসরে যাওয়ার কারণ কী? জানা গেছে, ইনজুরির কারণে দলে নেওয়া হচ্ছে না মামুনুলকে। আর এটা জানতে পের হতাশা আর অভিমান থেকেই দল ঘোষণার পরপরই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, "হঠাৎ করে মনে হচ্ছে জাতীয় দলে আমার আর কোনো প্রয়োজন নেই। ভুটানের বিপক্ষে স্কোয়াডে কোচ আমাকে রাখছেন না। আমাকে তাঁর প্রয়োজন নেই, সেটা জানিয়ে দিলেই পারতেন। এত দিন ধরে খেলছি, আমার সঙ্গে আলাপ করেই আমাকে বাদ দেওয়া যেত। পুরো ব্যাপারটাতেই আমি অপমানিত বোধ করেছি।"

এ ব্যপারে বাফুফে সংশ্লিষ্ট কারও বক্তব্য এখনও পাওয়া যায়নি।


মন্তব্য