kalerkantho


ইয়ং স্টার চ্যাম্পিয়ন

কাউখালীতে হাডুডু প্রতিযোগিতা

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

৩ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪৬কাউখালীতে হাডুডু প্রতিযোগিতা

পিরোজপুরের কাউখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আইরন জয়কুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলায় শত শত দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে গ্রামবাসীর আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইয়ং স্টার ক্লাব ২-১ গোলে টাইগার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ বি এম শাজাহান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আইরণ জয়কুল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ফিরোজ, উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক হোসাইন মাহামুদ উপস্থিত ছিলেন।

বিজয়ীদের মাঝে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ও রানার আপ দলকে একটি ট্রফি প্রদান করা হয়।

 


মন্তব্য