kalerkantho


জাতীয় জুনিয়র দাবায় যৌথভাবে শীর্ষে সিয়াম ও ফাহাদ

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ২০:১৪জাতীয় জুনিয়র দাবায় যৌথভাবে শীর্ষে সিয়াম ও ফাহাদ

৩৬তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ডে পূর্ণ ৫ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন পাবনার ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ও মাহিন্দ্রা কমভিবারের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ।

আজ শুক্রবার দাবা কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় সিয়াম স্বর্নাভো চৌধুরীর বিপক্ষে ফ্রেন্স ডিফেন্স অবলম্বন করে খেলে ২৮ চালে জয়ী হন।

অন্যদিকে ফাহাদ রহমান জয়পুরহাটের মো. আবু জাফর সিদ্দিকের বিপক্ষে ২২ চালে জয়ী হন। আগামীকাল শনিবার ষষ্ঠ রাউন্ডের খেলায় সিয়াম ও ফাহাদ পরস্পরের মোকাবেলা করবেন।


মন্তব্য